• শিক্ষা

ফরম পূরণে বাড়তি টাকা আদায় ঠেকাতে ১১টি তদারকি দল

  • শিক্ষা
  • ২২ নভেম্বর, ২০১৮ ১২:০৯:৩৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা আদায় বন্ধে ব্যবস্থা নিতে ১১টি তদারকি দল গঠন করেছে সরকার। এছাড়া তদারকি দল বাড়তি টাকা নিলে তা ফেরতের ব্যবস্থা করবে। সোমবার (২১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে এসব দল গঠন করে। তদারকি দলগুলো, এসএসসি পরীক্ষার ফরম পূরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানগুলো থেকে নেবে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে ফরম পূরণে শিক্ষার্থীরা কী পরিমাণ টাকা দিয়েছে, সে তথ্য সংগ্রহ করবে। যদি নির্ধারিত ফির বাইরে বিভিন্ন নামে ও খাতে বাড়তি টাকা আদায় করা হয়, তাহলে ঐ আদায়কারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করা এবং বাড়তি টাকা সংশ্লিষ্ট অভিভাবকদের টাকা ফেরতের ব্যবস্থা করবে এসব তদারকি দল। তদারকি এই কমিটিকে পাঁচ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন মাউশিতে জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ফরম পূরণ ফি মোট ১,৮০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় জনপ্রতি ১,৬৮০ টাকা।

মন্তব্য ( ০)





  • company_logo