• খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী উইন্ডিজ

  • খেলাধুলা
  • ০৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৭:১২

বিকেএসপিতে দুর্দান্ত শুরুর পর ইনিংসের মাঝপথে স্বাগতিক বিসিবি একাদশের বোলিং তোপে ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী উইন্ডিজ ক্রিকেট দল। ম্যাচের এক পর্যায়ে ১ উইকেটে ক্যারিবীয়ানদের সংগ্রহ ১ উইকেটে ১৫৯ রান থাকলেও, মেহেদি হাসান রানা, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মুর্তজা ও শামীম পাটোয়ারির আঘাতে তা এ নুহূর্তে পরিণত হয়েছে ৫ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে। ৫ ওভারের ব্যবধানে ড্যারেন ব্রাভোকে ব্যক্তিগত ২৩ রানে মেহেদি হাসান রানা ও শাই হোপকে নাজমুল ইসলাম অপুর আউটের পর উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মাশরাফি মাশরাফি বিন মুর্তজা। এর ফলে দলীয় ১৭৫ রানে ৫ ব্যাটসম্যানকে হারিয়ে যখন চাপে সফরকারীরা ঠিক তখন প্রথমবারের মতো বল হাতে নিয়ে নিজের প্রথম বলে প্রতিপক্ষ শিবিরের দলনেতা রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নেন শামীম। আর এতে দলীয় ১৭৬ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে সফরকারীদের। শেষ খবর পাওয়া চাপ সামলে ম্যাচে ফিরতে লড়ে যাচ্ছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৩৬ ওভার শেষে ২০২ রান।

মন্তব্য ( ০)





  • company_logo