• খেলাধুলা

ক্যারিবীয়দের-১৯৫-রানে-বেঁধে-রাখল-বাংলাদেশ

  • খেলাধুলা
  • ০৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৪:৪২

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানের মধ্যে বেঁধে রেখেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এ রান করে তারা। ম্যাচের শুরু থেকেই দাপুটে অবস্থান ছিল বাংলাদেশের বোলাররা। দলীয় ২৫ রানে কাইরন পাওয়েল আউট হন সাকিব আল হাসান এর বলে। এরপর ড্যারেন ব্রাভো ও শাই হোপের উইকেট নিয়ে জোড়া আঘাত হানেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ৯৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শিমরন হেটমায়েরকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। পরে মাশরাফি ফিরিয়েছেন রোভম্যান পাওয়েলকে। এরপর রুবেলের বলে আউট হন মারলন স্যামুয়েলস। আর শেষ তিন ব্যাটসম্যান রোস্টন চেজ, কিমো পল ও দেবেন্দ্র বিষুর উইকেট নেন মুস্তাফিজ। ক্যারিবীয় ব্যাটসম্যানদের শাই হোপ সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া কিমো পল ৩৬, রোস্টন চেজ ৩২ ও মারলন স্যামুয়েলস ২৫ রান করে করেছেন। ৩০ রানের বিনিময়ে মাশরাফি ও ৩৫ রান খরচায় মুস্তাফিজ তিনটি করে উইকেট নেন। এর আগে দুটি টেস্টেই বাংলাদেশ জয় পেয়েছে তিন দিনের মধ্যে। আবার ওয়ানডের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশই গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

মন্তব্য ( ০)





  • company_logo