• খেলাধুলা

তামিমের চোখ জুড়ানো ক্যাচ

  • খেলাধুলা
  • ০৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪০:৫৩

এশিয়া কাপে ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। এরপর থেকে তিনি পুনবার্সনে রয়েছেন। খেলতে পারেননি দেশের অনুষ্ঠিত জিম্বাবুয়ে সিরিজ ও ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও। সেই ধাক্কা কাটিয়ে আজ ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামেন ওপেনার তামিম ইকবাল। শূন্যে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার দৃশ্য অনেক রয়েছে তামিম ইকবালের। দুই বছর পর ক্যারিবীয়দের ওয়ানডে দলে ফেরা ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভো বাংলাদেশ দলের জন্য ছিলেন কিছুটা আতঙ্ক। দলীয় ২৯ রানে প্রথম উইকেট পড়ার পর সাই হোপ আর ড্যারেন ব্র্যাভো মিলে ৩৬ রানের জুটি গড়ে ফেলেন। আর সেই সময়ে বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিলেন ২০০ তম খেলতে নেমে দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার করা ইনিংসের ২১তম ওভারের ৪র্থ বলটি মাশরাফি কিছুটা কাটার দিয়েছিলেন। ব্র্যাভো শট খেলতে গিয়ে মিস টাইমিং করে ফেলেন। ব্র্যাভো খেলতে চেয়েছিলেন লং অফে; কিন্তু বল উঠে যায় উপরে। চলে যায় ডিপ এক্সট্রা কাভারে। দেখা যাচ্ছে বলটা তামিমে নাগালের বাইরে। মিস হয়ে যেতে পারে। ওই অবস্থায় 'বাজ পাখি'র মত ঝাঁপিয়ে পড়লেন তিনি। দু’হাত বাড়িয়ে দিলেন সামনে। শূন্যে থেকেই তালুবন্দী করে নিলেন বলটি। অবিশ্বাস্য ভাবে বলটি তালুবন্দী করে তামিম ফিরিয়ে দিলেন ১৯ রানে থাকা ড্যারেন ব্র্যাভোকে। সেই সময়ে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৬৫।

মন্তব্য ( ০)





  • company_logo