• বিনোদন

তরুণদের ভোট দানে আহ্বান জানালেন অভিনেত্রী তিশা

  • বিনোদন
  • ১২ ডিসেম্বর, ২০১৮ ০৯:০১:৫১

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় মেতে আছে দেশের সকল সাধারন মানুষসহ বিভিন্ন তারকারা। এদিকে নিজের পছন্দের দল ও প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন সকল তারকা। এদিকে জাতীয় নির্বাচনসহ দেশের যে কোনো নির্বাচনই যেন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে প্রচারণা চালায় নির্দলীয় নিরপেক্ষ নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)। একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও প্রচার প্রচারণা শুরু করেছে সংগঠনটি। তারই অংশ হিসেবে সুজনের পক্ষে নতুন ভোটারদের যোগ্য প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান অভিনেত্রী তিশা। এদিকে সম্প্রতি সুজনের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্টে তিশা বলেন, ‘ভোট প্রদান আমাদের নাগরিক দায়িত্ব। ভোটের মাধ্যমে দেশ পরিচালনায় আমরা নেতা বেছে নেই। তাই ভোট প্রদানের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, ব্যক্তিটি কেমন। তাদের দলের আদর্শ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে কিনা এবং তারা আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা! সে নারী নির্যাতনকারী কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি আরও বলেন, ‘ভয় পেয়ে, টাকা নিয়ে অথবা দলের প্রতি অন্ধবিশ্বাস থেকে কাউকে ভোট দিবেন না। মনে রাখবেন, ভোট আমাদের পবিত্র আমানত, এর উপর নির্ভর করে আমাদের ও দেশের ভবিষ্যত। তাই আমার সাথে আপনারাও বলেন, ‘আমার ভোট আমি দেবো, জেনে শোনে বুঝে দেবো।’ এদিকে তিশার ভিডিওটি সোশাল মিডিয়ায় প্রচারের পর এর অপব্যবহার শুরু হয়েছে বলেও অভিযোগ সুজনের। তিশার ভিডিওটি নিয়ে আজ মঙ্গলবার সুজনের ফেসবুক পেইজ থেকে জানানো হয়, তরুণদের ভোট দানে আহ্বান করতে নুসরাত ইমরোশ তিশার একটি ভিডিও আপলোড করা হয়। যা ডাউনলোড করে রাজনৈতিক ভাবে অপব্যবহার করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo