• জাতীয়

ড. কামালের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • জাতীয়
  • ১৫ ডিসেম্বর, ২০১৮ ১০:২৭:১১

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন ইবির ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ও দৈনিক বাংলাদেশ সময়’র ভারপ্রাপ্ত সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান (মিঠুন মুস্তাফিজ)।a ইবি থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৬২১। অভিযোগে ড. মুস্তাফিজুর রহমান উল্লেখ করেন, ড. কামাল সাংবাদিকদের ভর্ৎসনা করে হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করেছেন। যা স্বাধীন মত প্রকাশে সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বাংলাদেশের প্রচলিত আইনে ড. কামাল হোসেনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে কথাও উল্লেখ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা ড. কামাল হোসেনের কাছে জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ভর্ৎসনা করেন এবং তাদের হুমকি দেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ ও বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী ফৌজদারী অপরাধ। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা জিডি গ্রহণ করে কুষ্টিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি। তিনি অনুমোদন দিলে তদন্ত করবো। তারপর ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী কাজ করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo