• খেলাধুলা

জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ১২৪ জন

  • খেলাধুলা
  • ১৫ নভেম্বর, ২০১৮ ১১:৪৬:৩৮

শুরু হয়েছে ৪৪তম জাতীয় 'বি' দাবা চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে সারা দেশের ১২৪ জন দাবাড়ু। এ আসর থেকে শীর্ষ দশ দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় 'এ' দাবায় খেলার। দাবাড়ুদের উৎসাহ দিতেই তৃণমূল থেকে বাছাই করে আনার এই প্রক্রিয়া অব্যাহত রাখার আশ্বাস ফেডারেশনের। নিজের সৈন্য-সামন্ত, হাতি, ঘোড়া, কিস্তি নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ব্যূহ ভাঙ্গতে আপ্রাণ চেষ্টায় একেকজন। বুদ্ধি, মেধা আর মননের খেলা দাবা। তাইতো খেলার চাল দিতে এতো ভাবনা-চিন্তা। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের সর্বশেষটা, এসেছে প্রায় এক দশক আগে। তাই তৃণমূল থেকে একজন জিয়া কিংবা মোর্শেদের মতো দাবাড়ু তুলে আনার উদ্যোগ ফেডারেশনের। তারই ধারাবাহিকতায় আয়োজিত 'বি' দাবা চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিয়েছেন রেকর্ড ১২৪ জন দাবাড়ু। শত বাধা বিপত্তি মাড়িয়ে যাদের লক্ষ্যটা বেশ সুদূরে। দাবার গুটিকে সঙ্গী করে যেতে চান অনন্য উচ্চতায়। ফেডারেশনের লক্ষ্যটাও প্রায় অভিন্ন। তাই দাবাড়ুদের উৎসাহ দিতে জেলা পর্যায় থেকে বাছাই করে আনা হয়েছে। এ প্রক্রিয়া ধারাবাহিক রাখার প্রত্যাশা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমের। এদিকে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবই দাবার প্রধান অন্তরায়, বললেন ফেডারেশন সহ-সভাপতি। দাবাকে এগিয়ে নিতে চাইলেন পর্যাপ্ত সহায়তা। এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের খেলায় ৩১ জন পূর্ণ ২ পয়েন্ট নিয়ে মিলিত ভাবে তালিকার শীর্ষে আছেন।

মন্তব্য ( ০)





  • company_logo