• খেলাধুলা

ভারতে সুব্রত কাপে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা

  • খেলাধুলা
  • ১৫ নভেম্বর, ২০১৮ ১৯:৪৬:৫৪

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জী কাপ অনুর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরা। ৯ নভেম্বর হয়েছে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে বিকেএসপি ১-০ গোলে হারিয়েছে ভারতের সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলকে। গোলদাতা রত্না আক্তার। এটি টুর্নামেন্টে বিকেএসপির দ্বিতীয় শিরোপা। দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে ফাইনাল খেলাটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে গোল করে বিকেএসপিকে ট্রফি উপহার দেন রত্না। বিকেএসপির এ ফুটবলারই পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা কোচ হয়েছেন বিকেএসপি জয়া চাকমা। এর আগে বিকেএসপির মেয়েরা কোয়ার্টার ফাইনালে ৭-০ গোলে পশ্চিম বাংলাকে এবং সেমিফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে পরাজিত করে ফাইনালে ওঠে। বৃহস্পতিবার নারী ফুটবল দল ফিরলে বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান তাদের মিষ্টি মুখ করান এবং অভিনন্দন জানান।

মন্তব্য ( ০)





  • company_logo