• উদ্যোক্তা খবর

সফল হতে হলে ধৈর্য্য সহকারে পরিশ্রম করতে হবে : ইঞ্জিনিয়ার আউয়াল

  • উদ্যোক্তা খবর
  • ১৮ নভেম্বর, ২০১৮ ০৪:৩৫:১৯

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্হানে এসেছেন। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন যে, জীবনে বড় হতে অনেক সংগ্রাম করতে হবে। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথটি বেছে নেব। কি করতে চাই। কঠিন পথ না নিয়ে সঠিক পদটিই বেছে নেওয়া উত্তম বলে আমি মনে করি। দেশে বিদেশে সব সময় একটি কথাই আমি বলে থাকি যে, টাকার পিছনে কেউ কখনো দৌড়াবে না। যোগ্যতা অর্জন করো। টাকাই তোমাদের পিছনে দৌড়াবে। আগে যোগ্যতা অর্জন করো। জীবনে চলার পথে সমস্যা থাকবেই। আবার সব কিছুর সমাধানও আছে। সমস্যা সমাধান করে অগ্রসর হতে হবে। টাকা এমনিতেই আসবে। একটা সময় দেখবে টাকা এমন ভাবে আসবে যে টাকাই সমস্যা পরে যাবে। টাকা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা। টাকা যার নেই তার চিন্তা নেই। টাকা থাকলেই সকল চিন্তা। আমাদের ভালো লক্ষ্য থাকতে হবে। যে যাই করি না কেন লক্ষ্য সব সময় ভালো থাকতে হবে। যেখানেই কাজ করি না কেন নিজের সেরাটা দিয়ে কাজ করবে। তাহলে জীবনে সফলতা আসবে। মানুষকে সম্মান করতে হবে। লক্ষ্য সব সময় সুদূর প্রসারী থাকতে হবে সামাজিক লিডার হিসেবে কাজ করার। সব কিছুর মূল হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় দেশের তরুণ সমাজের গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেশের তরুণ সমাজকে তার অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে। তবে বিশ্বায়ন ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের কারণে তরুণদের এই যাত্রা খুব সহজ হবে না, যদি না তারা সঠিক ভাবে নিজেদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, ইচ্ছা, সম্ভাবনা ও সীমিত সম্পদের সঠিক সমন্বয়ের মাধ্যম তৈরি করে। এই তরুণদের সামনেই আজ সফল উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের ও পরিবারের উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন আর্থসামাজিক সমস্যাগুলো দূর করার সুযোগ রয়েছে। সুযোগ আছে দক্ষ ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার। এই সুযোগ কিন্তু শুধু বাংলাদেশের তরুণদের জন্যই প্রযোজ্য নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব তরুণই এই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে ও করবে। আমাদের তরুণরা ও যুবসমাজ কি ভবিষ্যতের সুযোগ কাজে লাগানোর জন্য এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে? যদি তারা তৈরি না হয়, তাহলে ওই প্রযুক্তিগত উন্নয়ন ও বিশ্বায়নই কিন্তু জীবনের পথ চলায় চাকরি হারানো, হতাশাসহ নানা প্রতিবন্ধকতা তৈরি করবে। সফল উদ্যোক্তা কিংবা দক্ষ ব্যবস্থাপক হতে হলে তরুণদের স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন হবে তার আবেগ, জীবনের উদ্দেশ্য ও ধৈর্যশীল আচরণের সমন্বয়ে গড়া। দক্ষতা অর্জন করার প্রচেষ্টা থাকতে হবে। কারিগরি, ব্যবস্থাপকীয় ও আচরণগত গুণাবলির সমন্বয়ে সৃজনশীল ও উদ্ভাবনী ভাবনা থাকতে হবে। অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা খুবই জরুরি। তাহলেই জীবনে সফলতা লাভ আসবে।

মন্তব্য ( ০)





  • company_logo