• অর্থনীতি

সাভারের চামড়া শিল্পে রপ্তানি কমে যাওয়ার অভিযোগ

  • অর্থনীতি
  • ১৭ অক্টোবর, ২০১৮ ১৭:০২:২৪

আশানুরূপ রপ্তানি আদেশ পাচ্ছেন না সাভারের চামড়া শিল্প নগরীর ব্যবসায়ীরা। নতুন জায়গায় এসে রপ্তানির পরিমাণ প্রায় ২০ শতাংশে নেমে এসেছে বলে দাবি ট্যানারি মালিকদের। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বিদেশি ক্রেতারা ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মনে করেন তারা। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরের হরিণধরায় ট্যানারি শিল্প স্থানান্তরিত হয়েছে বছর খানেক আগে। নতুন স্থানে প্লট পাওয়া ১শ’ ৫৫টি ট্যানারি কারখানার মধ্যে মাত্র ৪০টির কার্যক্রম শুরু হয়েছে। বাকি কারখানাগুলোর অবকাঠামো নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। ট্যানারি মালিকরা বলছেন, গত কযেক বছর আগে ঈদুল আযহার আগেই চামড়া রপ্তানির আদেশ পাওয়া যেতো, অথচ নতুন জায়গায় এসে এই অবস্থার অবনতি হয়েছে। শুধু তাই নয়, গত বছরের প্রায় ৪০ শতাংশ প্রক্রিয়াজাত চামড়া এখনো অবিক্রিত অবস্থায় পড়ে আছে বলেও জানান তারা। রপ্তানি আদেশ কমার অন্যতম কারণ হিসেবে ট্যানারি মালিকরা বলছেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এমন অবস্থায় পড়তে হচ্ছে। চামড়া শিল্পে সরকার আরো মনোযোগী হলে পোশাক শিল্পের মতো এই খাতও দ্রুত উন্নয়ন করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য ( ০)





  • company_logo