• লিড নিউজ

১৫ বছর বিড়ালের সঙ্গে, যন্ত্রণায় অস্তির তসলিমা নাসরিন!

  • লিড নিউজ
  • ২৯ মে, ২০১৮ ১৫:৫২:১২

বিতর্কিত লেখিকা নির্বাসিত, স্বামীহীন তসলিমা নাসরিন সারারাত ঘুমাতে পারেননি। প্রিয় পোষা বিড়ালের কারণেই তার এ নিদ্রাহীনতা। এসম্পর্কে শনিবার নিজের ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেন, প্রিয় ফুল লিলি। ফেলে দিলাম বাইরে। কারণ এই লিলির কোনও অংশ, এমনকি দু বিন্দু রেণুও যদি বিড়ালের পেটে ঢোকে, বিড়ালের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ৭২ ঘণ্টার মধ্যে, বিড়াল মরে যাবে। বিড়ালের জন্য লিলি ফুল বিষ। বিড়ালের নাড়ি-নক্ষত্র জানি বলে ভাবতাম। বিড়ালের ওপর বইপত্র তো কম পড়িনি। এই তথ্য জানতে আমার দু ‘যুগ লাগলো কেন জানি না। কলকাতার রাস্তার বিড়াল মিনু। আজ ১৫ বছর আমার সঙ্গে। সাধারণত এ দেশি বিড়ালরা এত বছর বাঁচে না। এখনও দিব্যি সুস্থ। খেলছে, খাচ্ছে, ছুটছে, বেড়াচ্ছে। কিন্তু ফুলের কারণে ও যদি মরে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। বিড়ালের জন্য ভালো এমন সব গাছে বাগান ভরে ফেলার উদ্যোগ নিয়েছি। ক্যাক্টাস, বাঁশ, ফার্ন, অর্কিড এসব। কাল সারারাত ঘুমাতে পারিনি টেনশনে। তসলিমা নাসরিন আরও লিখেন, লিলি ফুল, লিলি ফুলের ডালপাতা ও খায়নি, কিন্তু রেণু যদি হাওয়ায় উড়ে মেঝেয় পড়ে! মিনু তো মেঝেয় গড়ায়, গা সাফ করে জিভ দিয়ে। যেতেই পারে রেণু ওর মুখে। গিয়েছে কি! লিলি আমার সবচেয়ে প্রিয় ফুল। হোক প্রিয়, একে আর ঘরে আনছি না।

মন্তব্য ( ০)





  • company_logo