প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২১ সালের ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে আলোচিত বাবলুর রশিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে শুক্রবার (৮ নভেম্বব) রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
স্বামীকে হত্যার ঘটনায় বাবলুর রশিদের স্ত্রী মমতাজ বেগম ১৫ জানুয়ারি ২০২২ সালে বাদী হয়ে আদালতে ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের সিআর ১৫৭/২৪ মূলে ঐ চার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান(৪০) শাহজালাল হক (৪১)ও একই গ্রামের আলিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৫২) ও শহিদুল ইসলাম(৪৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ শে নভেম্বরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময়ে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নং উত্তর রাবাইতারীর প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী চাচা সাইফুল ইসলাম (টিউবওয়েল) ও ভাতিজা শাহজামাল আলী (তালা মার্কা) প্রতীক নিয়ে নির্বাচন প্রচারণা কালে করছে। ২২ শে নভেম্বর ২০২১ সালে রাত সাড়ে ১০টার দিকে প্রচারণা শেষে স্থানীয় বটতলা বাজারে আসলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই সদস্য প্রার্থী চাচা সাইফুল ইসলাম ও ভাতিজা শাহজামালসহ তাদের সমর্থকরা একত্রিত হয়ে অপর সদস্য প্রার্থী মুকুলের সমর্থক বাবলুর রশিদকে প্রচণ্ড মারপিট করেন। এ সময় তিনি মারাত্মক আহত হয়ে নাগেশ্বরী শাপলা ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। এ সময় মুহাম্মদ আলী ও মাসুদ রানা নামের দু’জন আহত হয়েছেন। পরে বিচারের দাবিতে লাশ নিয়ে স্থানীয় জনতা বটতলা বাজারে বিক্ষোভ করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন জানান, বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট মূলে ওই চার আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী...
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধা...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চ...
মন্তব্য ( ০)