ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন বিদেশি অ্যাপস নন-ফাঞ্জিবল টোকেন এনএফটি'র স্থানীয় অফিস গড়ে তোলায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যাপটির প্রতিনিধিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ নভেম্বর) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারীর ডোমার থানার খাটুরিয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে কাবুল ইসলাম, টাঙ্গাইলের সখীপুর থানার মুচারীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ মিয়া এবং নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর পুর্বপাড়া গ্রামের শহিদুল ইমলামের ছেলে আরিফুল ইসলাম।
অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে বিভিন্ন উপায়ে আউটসোর্সিং এর নামে এনএফটি'র প্রচারণা চালিয়ে আসছিল কাবুল। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রায় কয়েকশতাধীক গ্রাহক তৈরি করে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় বাজারে অফিস উদ্বোধন করে কাবুল।
অনুমোদনহীন অ্যাপসের প্রতিষ্ঠান গড়ে ওঠায় গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষের সাথে প্রতারণা ঠেকাতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সেনাবাহিনী থানা পুলিশকে নিয়ে রাতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তরা বলেন, অপারেশন ডাইরেক্টর আমাদের যে ভাবে নির্দেশনা দিতো আমরা সেভাবে কাজ করতাম কিন্তু এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম।
এ বিষয়ে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামাম বলেন, নিয়মিত আমাদের পেট্রোল টিমের সদস্যরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি দল ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অ্যাপের মাধ্যমে এখানে এসে টাকা-পয়সা লেনদেন করছে। এই লেনদেনটি আমাদের জানা মতে বৈধ না। আর ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। আমরা ঘটনাস্থলে এসে এর সত্যতা জানতে পেরে এর সাথে সরাসরি যুক্ত থাকায় তিন জনকে আটক করেছি।
তিনি আরও বলেন, হুন্ডির মাধ্যমে বাংলাদেশের টাকা রাশিয়া এবং পোল্যান্ডে হেকারদের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আটক তিন জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদসহ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধা...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চ...
বিনোদন ডেস্কঃ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফট।...
মন্তব্য ( ০)