ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জাংগালিয়া ইউনিয়নের স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার সকাল ১০টায় জাংগালিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমির খসরু শাহ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.জ.ম আকরাম হোসেন। বক্তব্য রাখেন মনোহরদি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনসুরুল আলম কচি, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাফিজ মাহমুদ, মুক্তাগাছা শহীদস্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২ নং কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামাল উদিদন, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জুয়েল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আরিফুর রহমান, চর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান সুমন, সাংবাদিক মোঃ আশরাফ আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ১৯০ জন কৃতি শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ.কে.এম তানভীরুল আলম।
সংবর্ধনা অনুষ্ঠানে ৮৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৪ জনকে বৃত্তি প্রদান করা হয়। দারিদ্রতাকে উপেক্ষা করে শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে গত ৪ বছর যাবত ধারাবাহিকভাবে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য ২০২০ সালে প্রথমত ২০ জনকে, ২০২১ সালে ৫০ জনকে ও ২০২২ সালে ১৬০ জনকে ও ২০২৩ সালে কৃতি শিক্ষার্থী ১৯৪ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধা...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চ...
বিনোদন ডেস্কঃ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফট।...
মন্তব্য ( ০)