ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ দুই বছর ধরে বুড়িতিস্তা জলাশয় খননে অবৈধদখলদারের বাঁধা আর বিভিন্ন সময়ে পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশল সমিতি।
সোমবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, প্রকল্পের সার্ভে ও খননের আগে তিন দফায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও দখলদারদের সাথে আলোচনার পরে খনন কাজের উদ্বোধন করা হয়। কিন্তু অবৈধদখলদাররা বাঁধাগ্রস্ত করে উন্নয়নমূলক প্রকল্পটি। হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় ঠিকাদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর। পুড়িয়ে দেয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিভিন্ন সেড ও যন্ত্রাংশ । অবৈধ দখলদারদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করলেও কোন প্রতিকার পায়নি পানি উন্নয়ন বোর্ড। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানান কর্মকর্তারা।
পরে উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়ন আর হামলাকারীদের বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ড সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, রংপুর পানি উন্নয়ন সার্কেল-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, রংপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নীলফামারী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসানসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণ।
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
মন্তব্য ( ০)