ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিএনজি চালক মো: নাজির মিয়া সোমবার বাজরে গিয়েছিল সবজি কিনতে। সবজির এক দোকান থেকে আরে দোকান দামাদামি করে কোন সবজি না কিনে কিনলেন শাপলা। ২০ টাকা দিয়ে এক আটি শাপল কিনে জানালেন, ১০০ টাকার নিচে কোন সবজি নেই। সব সবজির দাম বেশি। ছোট একটি লাউ দাম চাচ্ছে ১২০ টাকা। তাই সবজি না কিনে শাপলা কিনে বাড়ি যাচ্ছি।
মানিকগঞ্জের বিভিন্ন হাট বাজারে সবজির দাম এখন আকাশছোঁয়া। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি করে। এছাড়াও সব ধরণের সবজির দাম বেড়েছে। সকল সবজির দামে সেঞ্চুরি হয়েছে। বৃষ্টিসহ নানান ছুতোয় বাড়ছে শুধু দাম। সবজি কিনে পকেট খালি হচ্ছে ভোক্তার, বাড়ছে নাভিশ্বাস। গরীবের সবজি এখন বিলাসিতার পন্যে পরিনত হওয়ার অবস্থা। সবজির দাম যেভাবে বেড়েছে তাতে সবজির বাজারে আগুন লেগেছে বলে অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
বিক্রেতাদের দাবি সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ। ফলে দাম ঊর্ধ্বমুখী। দাম স্বাভাবিক হতে সপ্তাহ দুয়েক সময় লাগবে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ১০০-১১০ টাকা, করলা ১০০, ঢ্যাঁড়শ ১০০, মুলা ১০০, পটোল ১০০, টমেটো ২৮০, গাজর ২৬০, ফুল কপি ১৬০, পাতা কপি ১২০, ঝিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা সিরাজ মিয়া জানায়, বৃষ্টির কারনে সবজি নষ্ট হয়ে গেছে বাজারে সবজি কম তাই সবজির দাম বেশি। কয়েক সপ্তাহ পর নতুন সবজি বাজারে এলে দাম কমে আসবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)