• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমার নৌ বাহিনীর গুলি, নিহত ১ 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১০ অক্টোবর, ২০২৪ ১৫:২৭:২২

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে  ওসমান গনি নামের এক জেলে নিহত হয়। নিহত জেলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনা পাড়ার :বাঁচা মিয়া"র ছেলে। এ সময়  গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে দু জেলে।

 ৯ অক্টোবর বুধবার  বিকাল আড়াই টার সময় সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে এ ঘটনা ঘটে।

বাংলাদেশের মাছ ধরার নৌকায় মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং ৬টি বোট ও  ৫০-৬০ জন জেলেসহ আটক করে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো: আদনান চৌধুরী। তিনি জানান 

ঘটনার বিষয়ে জেলেদের পরিবারের সদস্যরা ১০ অক্টোবর বৃহস্পতিবার  সকালে আমাকে  অবগত করে।  তিনি জানান বৃহস্পতিবার  দুপুর ১২ টার মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের নিকট ১ টি নৌকাসহ মৃতের লাশ ও ১০ জন জেলেকে হস্তান্তর করে। বর্তমানে কোস্টগার্ডের তত্ত্বাবধানে  নৌকা ও মৃত ব্যক্তির লাশসহ ১১ জন জেলে নিয়ে  শাহপরীরদ্বীপ জেটিতে অবতরণ করেছে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, মিয়ানমার কর্তৃপক্ষ অন্যান্য ৫ টি বোট সহ জেলেদের ছাড়েনি। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য ( ০)





  • company_logo