ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই। ওরা আমার কষ্টের সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। এখন আমি কইযামু কই থাকমো। আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু আমি ফেরত চাই। মানববন্ধনে ফিরোজা বেগমের এই আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
জামালপুর পৌর এলাকার বজ্ররাপুরে জোরপূর্বক বসতভিটা ও ভূমি দখলের প্রতিবাদে ভূমিদস্যু টিক্কা ও ভুট্রুর বিরুদ্ধ মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার।
বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় শহরের ফৌজদারি মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূক্তভোগী বিধবা ফিরোজা বেগমের পাশে দাঁড়িয়েছেন এলাকার হাজারো নারী ও পুরুষ।
মানববন্ধনে বজ্ররাপুর হাজীপাড়া গ্রামের বিধবা ফিরোজা বেগম অভিযোগ করেন, আমার মৃত স্বামী হাছেন আলীর মোট সাড়ে তিন শতাংশ জমি ছিল। সেখান থেকে আমার ছেলেকে মারা যাবার আগে ২ শতাংশ লিখে দেন। সে মারা গেলে আমার ছেলে পিতার অংশ পাই আধা শতাংশ। সে তার আড়াই শতাংশ জমি প্রাপ্ত হয়ে এলাকার গোলাম মোস্তফা টিক্কার কাছে বিক্রি করে।
তিনি আরও বলেন, এখন ৫ আগষ্ট গোলাম মোস্তফা টিক্কা আমার অংশ এবং বাড়িঘর দখল করে নিয়েছে। আমাকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে। প্রায় দেড় মাস খোলা আকাশের নিচে রাস্তায় পড়ে ছিলাম। আমি এখন কোথায় যাবো। আমার জমিটুকু আমি ফেরত চাই।
এলাকাবাসীও বিধবা ফিরোজা বেগমের বসতবাড়ি ও জমি ফেরত দেবার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা টিক্কা বলেন, আমি আদালতের রায় নিয়ে জমি দখল করেছি। এরা কে বা কারা আমি চিনি না।
নিউজ ডেস্কঃ ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান সব ধর্মের ম...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ...
পাবনা প্রতিনিধিঃ প্রথম বাংলাদেশী হিসেবে মাত্র ২৭ দিন...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ভাটি কান...
মন্তব্য ( ০)