ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৮.৩৯৮ কেজি অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) সহ শামসুল আলম (৩৫) নামের একজনকে আটক করেছে। আটক ব্যাক্তি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের নির আহমদ"র ছেলে।
৬ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজার পাড়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ৬ অক্টোবর রবিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। সন্ধ্যা সাড়ে ৫ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজারপাড়ার দিকে আসতে দেখে টহলদল শামসুল আলম (৩৫) কে আটক করতে সক্ষম হয়। আটককৃতের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে একটি বালতি হতে বিক্রয় নিষিদ্ধ ৮.৩৯৮ কেজি অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, কক্সবাজারে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং সনাক্ত সম্পন্ন করা হয়।
অ্যাম্বারগ্রিস মূলত বিভিন্ন উন্নত দেশে চোরাচালান করা হয় এবং অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।
অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমানিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে চোরাকারবারী যে কোন ভাবে গ্রহণ করে এবং বাংলাদেশে নিয়ে আসে।
উক্ত অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখায় জমা করে আটককৃত আসামীকে মোবাইল ফোনসহ তার বিরুদ্ধে অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) অবৈধভাবে নিজ হেফাজত রাখা ও চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২১ সালের ২...
নওগাঁ প্রতিনিধি: সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশের ন্...
গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিট...
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে ও সেরোভ ...
মন্তব্য ( ০)