ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ‘বিশ্ব বসতি দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন,বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর তরুণ সমাজসহ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে কর্মসূচী প্রণয়ন করে।
দিবসটির এবারের প্রতিপাদ্য “Engaging Youth to create a better urban" যার ভাবার্থ “তরুণদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি”। ১৯৮৬ সাল থেকে বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালিত হয়ে আসছে। বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ ‘বিশ্ব বসতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত বিভাগ ময়মনসিংহ। আজ সোমবার ৭ অক্টোবর ২০২৪ সকাল ৯.৩০ মিনিটে শহরের টাউন হল থেকে বর্ণাঢ্য রালি। জেলা প্রশাসনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাহমিনা আক্তার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ময়মনসিংহ, সভাপতিত্ব করেন ড: মঈনুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত জোন,ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন
আজিম উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ,সহকারি পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুমিনুন্নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক ভূগোল বিভাগ, ময়মনসিং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী
অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ,ময়মনসিংহ।
প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আক্তার বলেন, ‘ আমাদের দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান, আবাসন, শিক্ষা, চিকিৎসা, যানবাহন ইত্যাদি নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে তরুণদের সম্পৃক্ত করে,উন্নত নগর গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।পরিকল্পিত নগরায়ণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম নিয়ামক।’
সভাপতি ড: মঈনুল ইসলাম বলেন ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সকল নাগরিকের আবাসন ও জীবনমান উন্নয়নে পরিকল্পনার বাস্তবায়ন, বস্তিবাসী ও দরিদ্র মানুষের আবাসন সমস্যার সমাধান, সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা ।সরকারের পাশাপাশি বেসরকারি আবাসন প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। বিভাগীয় শহরকেন্দ্রিক নগর-পরিকল্পনা থেকে বেরিয়ে গোটা দেশের নগরগুলোর পরিকল্পনার কথা ভাবতে হবে।’
মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ,ময়মনসিংহ বলেন ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সকল নাগরিকের আবাসন ও জীবনমান উন্নয়নে গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করে,উন্নত নগর গড়তে হবে।’
এ ছাড়াও ছাএদের মধ্যথেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,কবি নজরুল বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ,আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও মুমিনোন্নেশা কলেজের শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহন করে।
অর্থনীতি ডেস্ক: আলু-পেঁয়াজের চড়া দামের মধ্যেও সুখবর ...
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথ...
মন্তব্য ( ০)