• রাজনীতি
  • লিড নিউজ

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মাঝে বিএনপি'র ত্রাণ সামগ্রী বিতরণ

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ০১ অক্টোবর, ২০২৪ ২১:৪০:৪০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে নদী ভাঙন ও বন্যাদুর্গতদের মাঝে বিএনপি'র ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি'র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি রবিউল ইসলাম দুলাল প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ঈদগাহ মাঠে তিস্তা নদীর ভাঙন ও বন্যাদুর্গতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo