• শিক্ষা

শিক্ষা ভবনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন

  • শিক্ষা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪২:০৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  ঢাকায় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  অধিদপ্তর) শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার হাতে শিক্ষকের উপর হামলা এবং লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। পাশাপাশি শিক্ষকদের ৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। 

শিক্ষক নেতারা জানান, গতকাল মঙ্গলবার  শিক্ষা ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হাতে রাজ্জাকসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছনার ঘটনা ঘটে। তাদের মধ্যে শিক্ষক হারুনুর রশিদ এবং আব্দুর শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে এবং হামলার জড়িতের বিচারের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ দেশজুড়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন তারা।

পাশাপাশি টাইম স্কেল প্রদান, সিলেকশন গ্রেড এবং বিধি মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে সিনিয়র শিক্ষকদের পদায়নের দাবি জানিয়েছেন তারা। 

এসময় বক্তব্য দেন শিক্ষক নেতা তছলিম উদ্দিন, মেহদি হাসান, জয়নুল আবেদিন, শাজাহান সাজু এবং এমিলিউস টুডুসহ অন্যান্যরা।

দাবি আদায়ের প্রয়োজন কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন বক্তারা।

মন্তব্য ( ০)





  • company_logo