• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে টোল ব‌ন্ধের দা‌বি‌তে বি‌ক্ষোভ, টোল প্লাজায় আগুন

  • সমগ্র বাংলা
  • ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৩:১৩

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুর টোল স্থায়ী ভাবে বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল হয়েছে। 

উপজেলার ধল্লা ইউনিয়নের কওমি ছাত্র পরিষদ ব্যানারে স্থানীয় ছাত্র জনতা এই কর্মসূচি পালন করে। এ সময় টোল প্লাজা ভাঙচুর করে চারটি বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সিঙ্গাইর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র জনতা ভাষাশহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশের আয়োজন করেন। এতে স্থানীয় ছাত্র জনতার কয়েকজন বক্তব্য দেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষাশহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

এ সময় মানিকগঞ্জ সিঙ্গাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ভাষাশহীদ রফিক সেতুটি সিঙ্গাইর উপজেলায় অবস্থিত। তবে সেতুর টোল প্লাজাটি ঢাকার সাভার থানা এলাকায় অবস্থিত। সেখানে সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের কয়েক হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা উপস্থিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাসদস্যরা তৎপর আছেন। ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর ৩০৭ মিটার দৈর্ঘ্যের সেতুটি ১৯৯৬ সালে উদ্বোধনের পর ২০০০ সাল থেকে থেকে টোল সংগ্রহ করা শুরু হয়।

তবে ৫ অগাস্ট সরকার পতনের পর সেতুটির ইজারাদার এলাকায় নেই বলে জানা গেছে। কিন্তু তার অনুপস্থিতিতে কারা সেতুটির টোল সংগ্রহ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ধল্লা ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ রফিক সেতু দিয়ে সিংগাইর থেকে সবজিসহ কাঁচামাল ঢাকায় যায়, পরিবহনে বাড়তি খরচ করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে এ সেতু টোলমুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছি।

ছাত্র জনতার অভ্যুথানের পর কয়েকদিন টোল আদায় বন্ধ থাকলেও আবারও টোল আদায় করছে একটি মহল। ইজারাদাররা না অন্য মহল টোল আদায় করছিল তাও জানা যাচ্ছে না। 

তিনি প্রশ্ন করেন, ২৪ বছর পরও এতো ছোট সেতুর টোল কেন দিতে হবে।

সমাবেশে জামির্তা ইউনিয়নের আবু সায়েম, বাস্তা এলাকার আলতাফ হোসেন, রমজান মিয়া, জামির্তা ইউনিয়নের মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল নূর বলেন, ১১টার দিকে সেতুর দুটি টোল বক্সে আগুন দেওয়া হয়েছে। এতে টোল প্লাজার আসবাবসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

এ সময় মানিকগঞ্জ থেকে হেমায়েতপুরগামী এবং হেমায়েতপুর থেকে সিংগাইর মানিকগঞ্জ সড়কের যান চলাচল এক ঘণ্টার মতো বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করে।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo