ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়াদের বাদ দেওয়াসহ ৯ দফা দাবিতে আজ বুধবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। নব গঠিত " হৃদয়ে মুক্তিযুদ্ধ '৭১" এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় মুক্তিযুদ্ধকালিন ভারতে প্রশিক্ষন প্রাপ্ত মুক্তিযোদ্ধারা।
অন্যান্য দফার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিলকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের অর্থসহ সকল সুযোগ সুবিধা বন্ধ করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় চাকুরিসহ দেওয়া সকল সুবিধা বাতিল ও অর্থ ফেরত নেওয়া এবং ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পৃথক তালিকা প্রণয়নসহ মুক্তিযোদ্ধা সংসদ সচলের দাবি জানানো হয়েছে।
কর্মসূচি চলার সময় বক্তব্য দেন নব গঠিত হৃদয়ে মুক্তিযুদ্ধ ৭১ এর আহবায়ক সফিকুল হক ছুটু। এসময় দাবিনামা পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মকশেদ আলী মঙ্গলিয়া।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)