ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। আটককৃতরা হলেন, পঞ্চগড়ের পূর্ব শিকার পুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকার পুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইক চালক বলে জানা গেছে। সোমবার (৯ মেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলের দক্ষীণ সীমানা প্রাচীর দিয়ে চুরি শেষে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
স্থানীয়রা জানান, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে। তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভিতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নেয়।
স্থানীয় বাসিন্দা বুলেট ইসলাম বলেন, মিলের পাশে আমার বাড়ি। আমি রাতে বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রুত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়।
পঞ্চগড় সুগার মিলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সকল দায়িত্বে) সনতোষ কুমার দাস বলেন, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে চোর দুটোকে তাদের হাতে তুলে দেয়া হয়। পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন বলেন, চুরির মালামাল সহ আটক দুই যুবককে থানায় নেয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করবে। সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)