ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার পৌসদরের আটুয়ায় পৃথক অভিযানে ৩ জন চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং গুলি, কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করেছে র্যাব।
সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদে জানতে পারে যে, পৌর এলাকার আটুয়া ঈদগাঁ সংলগ্ন হাজী রাজা মিয়ার বাড়ির পাশে নারিকেল গাছের নীচে পরিত্যক্ত অবস্থায় গুলি পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যরা ১০ রাউন্ড গুলি, ৯ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করে।
অন্যদিকে সোমবার রাত সাড়ে আটটার দিকে একই এলাকার সিকাত উকিলের গলিতে আইন শৃংখলা বাহিনীর জনৈক এক সদস্যকে ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা ব্যক্তিগত জিনিষপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কৌশলে কৃষ্ণপুর মহল্লার জয়নাল খাঁর ছেলে হাসিবুল ইসলাম সনি (২২) নামের এক ছিনতাইকারীকে একটি ধারালো চাকুসহ আটক করা হয়।
খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে আটক ছিনতাইকারীকে তাদের হেফাজতে নেয়। পরে সনিকে সাথে নিয়ে র্যাব অভিযান চালিয়ে লাইব্রেরী বাজার থেকে শাহিনুল ইসলামের ছেলে সাব্বির হোসেন শান্ত (২২) ও লিয়াকত আলীর ছেলে বিপুল বিন লিয়াকত (২৮) কে আটক করে। এ সময় আরও একজন ছিনতাইকারী পালিয়ে যায়।
র্যাবের দাবী, গ্রেপ্তারকৃতরা সবাই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী। শহরের বিভিন্ন রাস্তাঘাটে দিনে রাতে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকে।
গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী ও উদ্ধারকৃত চাকু এবং গুলি পাবনা সদর থানায় আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে সোপর্দসহ জমা দিয়েছে র্যাব।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)