• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

দিনাজপুরে পুলিশ-র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪২:১১

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে পুলিশ এবং র‍্যাবের পৃথক অভিযানে ঠাকুরগাঁয়ের একটি হত্যা মামলার দুইজন আসামিকে গতকাল সোমবার গ্রেফতার করা হয়েছে। হত্যার প্রকৃত কারন জানতে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আজ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর উভয়ে আদালতে প্রেরন পাঠানো হয়েছে। 

বিরল থানার ইনচার্জ গোলাম মাওলা জানান, জেলা শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়ার বাসিন্দা বিবাহিত নারী মর্জিনার (৩২) সাথে হত্যার শিকার মুনজুর আলম তারা (২২) এর প্রেমের সম্পর্ক ছিল। এছাড়াও উভয়ে মাদকসেবি এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাছাড়াও মর্জিনার বিরুদ্ধে অসামাজিক কাজসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলেছে প্রতিবেশীরা।

মঞ্জুরুল আলম তারা (২২) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কিসমত গ্রামের মুক্তারুল ইসলামের ছেলে। 

এদিকে একই জেলা পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুরের মৃত শেখ আহম্মদ আলীর ছেলে শেখ আরমান আলীর (৪০) সাথে পুর্ব পরিচিতির সূত্রে বাড়ীতে যাতায়াত ছিল মঞ্জুরুল আলম তারা'র। গত ১৪ আগষ্ট আরমানের বাড়ীতে বেড়াতে গিয়ে নিখোজ হয় মুঞ্জুরুল আলম তারা। পর দিন ১৫ আগষ্ট ছেলের মোবাইল ফোন বন্ধ পান স্বজনরা। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মঞ্জরুল আলম তারা শহরের বালুয়াডাঙ্গায় একটি বাড়ীতে ভালো আছে বলে আশ্বস্হ করেন শেখ আরমান আলী।

শেখ আরমান আলী (৪০) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রঘুনাখপুরের মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।

অন্যদিকে ১৭ আগষ্ট বিরলের ফরক্কাবাদ ইউনিয়নের নলদিঘীর মোড়ে কালভাটের নিচে হালকা পানিতে ভাসমান অবস্হায় ফুলে যাওয়া অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে বিরল থানা পুলিশ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে। মর্গে গিয়ে ছেলের লাশ সনাক্তের পর দুইজনের নামসহ আরো আজ্ঞাতনামার বিরুদ্ধে বিরল থানায় হত্যা মামলা দায়ের করেছেন পিতা মুক্তারুল ইসলাম। 

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়ার দ্বায়িত্বে থাকা সিনিয়র সহকারি পুলিশ সুপার সালমান নূর আলম বাবু জানান, 

মামলার অন্য (২ নম্বর)  আসামি শেখ আরমান আলীকে গতকাল সোমবার রাত ৯ টার দিকে বীরগঞ্জের উপজেলা শহরের আশা সুইটস এন্ড হোটেলের ভিতরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন ক্যাম্পের সিপিসি ১ এর সদস্যরা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিরল থানা পুলিশে তুলে দেওয়া হয়েছে।

বিরল থানার ইনচার্জ গোলাম মাওলা আরো জানান, গতকাল  সোমবার বিকালে মামলার ১ নম্বর আসামি মর্জিনাকে গ্রেপ্তার করেছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য যাচাই করছেন তারা।  ৫ দিনের রিমান্ড আবেদনসহ উভয়ে আজ মঙ্গলবার আদালতে তুলে দিয়েছেন তারা। তখন হয়তঃ হত্যার কারন এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারা।

 

মন্তব্য ( ০)





  • company_logo