• বিশেষ প্রতিবেদন

সাতকানিয়ায় রোপা আমন ধান চাষে ব্যস্ত কৃষক

  • বিশেষ প্রতিবেদন
  • ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৫:৩৫

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রোপা-আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষকরা। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে একটানা কয়েকদিনের বৃষ্টি হওয়ায় কৃষকরা আমন ধানের আবাদ শুরু করেছেন। কখনও রোদ আবার কখনও বৃষ্টিকে উপক্ষো করে কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

আমন চাষকে ঘিরে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। তবে তীব্র দাবদাহে আর বৃষ্টির অভাবে সাতকানিয়ার কৃষকরা আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় আমনের বীজতলা তৈরি নিয়ে বিপাকে পড়েছিলেন। কিন্তু, কয়েকদিনের টানা বৃষ্টিতে সে সমস্যা অনেকটা কেটে গেছে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ নিয়ে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন। কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে। আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ আবার জৈব সার জমিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

স্থানীয় কয়েকজন কৃষক শ্রমিক বলেন,আমাদের সাতকানিয়া উপজেলায় জমিগুলোতে বছরে ২/৩ বার ধান আবাদ হয়ে থাকে। আগামী কয়েক দিনের মধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। যদি আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকে, এ বছর ধানের ফলন ভালো হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকরা।

সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জাম জানান,উপজেলায় এবার রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৮শত ৮৫ হেক্টর জমি।এ পর্যন্ত ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ১০ হাজার ৩শত ৮০হেক্টর। তবে আশা করছি লক্ষ্যমাত্রা অতিক্রম করতে, আরো প্রায় ১০-১২ দিন রোপন চলবে। আশা করছি লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জন সম্ভব হবে।তবে কিছু কিছু জায়গায় পানি আটকে আছে। নামতে দেরি হলে লক্ষ্যমাত্রা চেয়ে অর্জন কিছু কম হবে।তিনি আরো বলেন, আমরা প্রতিদিন কৃষকের কাছে গিয়ে ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

 

মন্তব্য ( ০)





  • company_logo