ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদি মার্চ রংপুরের পালন করেন ছাত্রজনতা।স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহানগরীর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন।পরে নগরীর টাউন হল চত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়।তারা বলেন ৫শে আগষ্ট এই দিনে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে রংপুরে শহীদি মার্চ পালন করছেন।
বেরোবির শিক্ষাথী আরমান,সায়ন,এমরান বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি।এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে।অনেকে আমাদের বিজয় মিছিল করছেন।পরে একটি র্যাসলি বের করেন শিক্ষাথীরা,র্যা লিটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।
মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোন হাত-পা-চোখ হারিয়েছে, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা জানান,‘শহীদি মার্চ’শুরু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)