ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে "শহীদি মার্চ" পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীদের, “চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার, ছাত্র জনতার সরকার বারবার দরকার, বিচার বিচার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই, বিচার বিচার বিচার চাই দালালদের বিচার চাই, ছাত্র জনতার একশন ডাইরেক্ট একশন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এসময় নিহত শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন মোনাজাত পরিচালনা করেন।
এসময় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদ, বাকৃবির বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)