ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শুভসূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণীরা। দুর্দান্ত জয়ে বি-গ্রুপের শীর্ষে আছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে ব্রাজিল। ৪ মিনিটে গোল করেন লারা ডানটাস পেরেইরা। ৯ মিনিটে ভিটোরিয়া অ্যামারালের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।এরপর ৪ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে ব্রাজিলিয়ানরা। ২৪ মিনিটে ভিটোরিয়ার দ্বিতীয় গোল আর ২৭ ও ২৮ মিনেটে গোল করেন ভেনদিতো।
এতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাকি ৪ গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।৪৯ মিনিটে গোল করেন প্রিসিলা। এরপর উৎসবে সামান্য বিরতি দেয় ব্রাজিল। ৭৭ মিনিটে ফের উৎসব শুরু করে ব্রাজিলিয়ানরা। গোল করেন মিলেনা। ৮২ ও ৮৬ মিনিটে যথাক্রমে ফিজির জাল কাঁপান ফার্নান্দা ও গিসেলে। এতে ৯-০ গোলে জয় পায় ব্রাজিল।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)