ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসের জন্য এক দফা দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
রবিাবর (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সকল হলের শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’ স্লোগানে উপাচার্য বাসভবনের সামনে সমাবেত হয়। পরবর্তীতে শিক্ষক কমপ্লেক্সের সামনে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত প্রকাশ করেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন প্রশাসন আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওযার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনীতির ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর শোষণ ও নির্যাতন করেছে। আমরা সেই নিপীড়নের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই না অন্য কোনো দলের ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশ করুক। সকল ধরনের রাজনীতি থেকে মুক্ত পরিবেশ চাই।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে কেউ না থাকায় নতুন কোন নিয়ম জারি করা সম্ভব হচ্ছে না। উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদের সকলে পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন প্রশাসন নিযুক্ত হলে শিক্ষার্থীদের দাবি পূরণে কাজ করবে বলে আমার বিশ্বাস।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)