ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) শিক্ষক কর্মকর্তা- কর্মচারি এবং শিক্ষার্থীদের জন্য দলীয় রাজনীতি নিষিদ্ধ করে নোটিশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব প্রফেসর ড. মো. সাইফুর রহমান। আজ রবিবার ওই নোটিশ জারি করেছেন তিনি। (স্মারক নং-হাবিপ্রবি/সংস্থা/৭৯, তারিখ: ১১/০৮/২০২৪ খ্রি.)
জানা গেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনেন মুখে সরকারের পতনের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের বিষয়ে নোটিশ জারি করেছেন রেজিষ্টার। তবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছিলো সাধারন শিক্ষার্থীরা।
রেজিষ্টারের নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১৯/০৮/২০২৪ তারিখ থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এ আদেশ অদ্য ১১/০৮/২০২৪ তারিখ হতে কার্যকর হবে। আদেশ কার্যকরি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। আদেশ জারির খবরে খুশি হয়েছে সাধারন শিক্ষার্থীরা। তবে দলীয় রাজনীতির সাথে জড়িয়ে বাড়তি সুবিধা গ্রহনকারি বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারি এবং পদ ধারি ছাত্র নেতারা ওই আদেশে বেজার।
একটি সূত্র জানিয়েছে, গত ৯ আগষ্ট পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের উদ্দ্যশ্যে দলীয় রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আদেশে স্বাক্ষর করে গেছেন উপাচার্য প্রফেসর ড. প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)