ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।একটি বিমানঘাঁটিতে গোপন স্থানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে এফ-১৬। আমরা এটা পেয়েছি। এ সময় জেলেনস্কির পাশে দুটি এফ–১৬ যুদ্ধবিমান দেখা যায়।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ জঙ্গিবিমানের জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে।১৮ মাস অপেক্ষার পর জঙ্গিবিমানগুলো দিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেছেন, তাদের এমন আরও যুদ্ধবিমান প্রয়োজন। তবে জেলেনস্কি কোন দেশ থেকে কতগুলো জঙ্গিবিমান পেয়েছেন তা বলেননি। ইউক্রেন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের ওপর নির্ভরশীল। এই এফ-১৬ জঙ্গিবিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে সহায়ক হবে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)