ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে শহরের প্রায় কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
এতে নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে শহরে জড়ো হতে থাকেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এতে তারা শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্বলন করেন।
আরও দেখা যায়, শিক্ষার্থীরা বিক্ষোভে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে গ্রেফকৃতদের নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ হত্যার সঙ্গে জড়িত সবার পদত্যাগের দাবি জানান।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বিক্ষোভে কোন ধরনের অপ্রতীকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ শেষ করেছেন।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)