ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: প্রানী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন, কোটা আন্দোলনের নামে যদি রাস্তাঘাট বন্ধ করা হয়, জানমালে ক্ষতি করা হয়, তবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার ( ২ই আগষ্ট) দুপুরে মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে একথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দলের সাথে থেকে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের ছাড় দেয়া হবে না। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। আর সেখানে বিশৃঙ্খলা কারীদের অর্থের যোগান দিয়েছেন বিদেশে থেকে তারেক রহমান।
তারেক রহমান বিদেশে বসেই সরকার পতনের নানা ষড়যন্ত্র করছে। উপজেলা অডিটরিয়ামে বোয়ালমারী উপজলার আওয়ামী লীগের সভাপতি মোশাসররফ হোসেন মুসা সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পিকুল মৃধা, পৌর মেয়র সেলিম রেজা, যুগ্ম সম্পদক মোশাররফ চৌধুরী সহ উপজেলা আওযামীলীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বোয়ালমারী উপজেলা পরিষদের পুকুরে নানা ধরনের মাছের পোনা অবমুক্ত করেন।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)