ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধিঃ ১৩ দিনে রেল বন্ধে ৫২ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেল। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংস পরিস্থিতির ফলে ১৩ দিন বন্ধ ছিল রেল চলাচল।
গত ২৬ জুলাই তৈল ও বিদ্যুৎ এর জন্য ফার্নিস অয়েল পরিবহনের ট্রেন বি,জি বি পাহারায় চলাচল শুরু হলে ও যাত্রী বাহী ট্রেন চলাচল ছিল বন্ধ। ১৩দিন পর হঠাৎ গতকাল ১ আগষ্ট চট্টগ্রাম ট্রেল ষ্ঠেশনে রেলের হুইশাল বেজে উঠলে সরগরম হয় রেল ষ্টেশন। সজিবতা ফিরে আসে যাত্রীদের।
শিক্ষার্থীদের আন্দোলনে ১৯ জুলাই ঢাকা যাবার পথে নরসিংদিতে হামলার শিকারে রেলের ৩টি কোচ আগুনে পুড়ে যায়,ক্ষতি হয় কয়েকটি কোর্চ। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল রেল যোগাযোগ।
এদিকে বাংলাদেশ রেলওয়ের ডি জি সরদার সাহাদত আলী বলেন,বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল সময়ে স্বল্প দুরত্বের মেইল,লোকাল ও কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো বলেন,সারা দেশে সবগুলো আন্তনগর,লোকাল ,মেইল ও কমিউটার ট্রেন মিলে প্রতিদিন ২ লাখ ১৫ হাজার টিকেট বিক্রি হয়। রেলওয়ের পুর্বাঞ্চলের অধীনে বিভিন্ন গন্তব্যে ২৮টি কমিউটার ৬টি লোকাল ট্রেন কারফিউ শিথিল সময়ে পরিচালনা করবে।
গত ১ আগষ্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে চলবে কেবল ৩টি যাত্রী বাহী কমিউটার ট্রেন। এর মধ্যে ঢাকা গামী কর্নফুলী কমিউটার চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা ৪৫ মি:থেকে। চাঁদপুর গামী সাগরিকা কমিউটার চট্টগ্রাম ছাড়বে সকাল ৮টা। নাজিরহাট গামী -নাজিরহাট কমিউটার -১ ও নাজিরহাট কমিউটার-৩ চট্টগ্রাম ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৪৫: এবং বেলা ১১টা ২৫ মি:এ ছাড়া সিজিপি ওয়াই থেকে ঢাকাগামী অন্তত: ২টি কইন্টেইনার স্পেশাল ট্রেন চলবে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)