ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। এখনও কয়েক ডজন মানুষ আটকে আছে যাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার ভোররাতে রাজ্যটির ওয়েনাদ জেলায় পাহাড়ি এলাকায় ভূমিধসের সময় বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। প্রবল বর্ষণ এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙ্গে পড়ায় উদ্ধারকাজে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে। দুর্ঘটনাকবলিত এলাকা দুর্গম হওয়ায় সেখানে জরুরী পরিষেবা পৌঁছাতে পারছেনা। এখনও শতাধিক লোক দুর্গম স্থানে আটকা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সালের পর কেরালায় ভূমিধসে এবারের বিপর্যয় সবচেয়ে বেশি ভয়াবহ। সেসময় বন্যায় রাজ্যটিতে চারশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
কর্মকর্তারা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে দুশোর বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার ভূমিধসে পুরো এলাকা প্রায় ধ্বংস হয়ে গেছে। স্থানীয় হাসপাতালগুলোতে শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং সেখানে প্রায় ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
ঘটনার পরপরই ৬৫টি মৃতদেহ পাওয়া যায়। পরে চালিয়া নদীতে অভিযান চালিয়ে আরও ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের দেহের বিভিন্ন অংশ পাওয়া গেছে। রাজ্যটি পাহাড়ি হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসের ঝুঁকি থাকে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)