• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

কোটা সংস্কার আন্দোলনঃ নওগাঁয় ৩ মামলায় ৬৭ জন গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ২৮ জুলাই, ২০২৪ ১৮:২০:২৬

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাম্প্রতিক সংহিতার ঘটনা কেন্দ্র করে নওগাঁ সদর, মান্দা ও পত্নীতলায় থানায় পৃথক ৩ টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। ৩ মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।  

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁ ঐতিহ্যভাবে শান্তিপূর্ণ জেলা। সাম্প্রতিক কোটা আন্দোলনকে ইসুকে কাজে লাগিয়ে বিএনপি জামায়াতে কিছু লোকজন এই জেলাকে অস্থিতিশীল করতে চেয়েছিল।

 আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের উপর চরম হয় নেতাকর্মীরা। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশীল ব্যবহার করতে হয়েছিল। পরে এসব ঘটনায় মামলা হয়। এসব মামলায় ৩৯ জন চিহ্নিত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬৭ জনকে। যাদের মধ্যে নওগাঁ পৌরসভার বর্তমান মেয়র এবং সিনিয়র বিএনপি নেতা নজমুল হক সনি, জামায়াতে নেতা এডভোকেট আবু সায়েম ও ময়নুল ইসলাম রয়েছে।  

পুলিশ সুপার আরো বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত অনেকেই এখনো পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। বর্তমানে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সাথে পুলিশও কাজ করে যাচ্ছে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পযন্ত শিথিল থাকছে কারফিউ। তবে এসময়ও শহর গ্রামে সেনাবাহিনী এবং বিজিবির টহল লক্ষ্য করা গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo