ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৬ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারারপাড় গ্রামে।
মৃতরা হলেন- ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাসি আক্তার(৭) ও একই এলাকার মোন্নাফ আলীর মেয়ে মিম আক্তান(৮)। হাসি আক্তার বাগচির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ও মিম আক্তার ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু হাসি ও মিম গোসল করতে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বুড়িতিস্তা নদী থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হয়েছে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)