প্রতীকী ছবি
চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়া উপজেলায় নিখোঁজের সপ্তাহ পার হলে ও সন্ধান মিলেনি ইয়াছিন আরফাত (১১)নামের এক শিক্ষার্থীর। জানা যায় গত ৩০ জুন বাড়ী থেকে মাদ্রাসায় যেতে বের হয় আরফাত বিকেল ৩টায়। রাত ৯টায় খোঁজ নিলে হেফজখানার শিক্ষক হাফেজ হারুন জানান, আরফাত হেফজখানায় আসেনি। সে চরপাথরঘাটা হামেদিয়া বগদাদিয়া হেফজখানার দাউর বিভাগের ছাত্র। পটিয়া মালিয়ারার মৃত আবুল হোসেনর ২ ছেলে ও মেয়ের মধ্যে আরফাত কনিষ্ট।
আরফাতের চাচত ভাই ব্যাংক কর্মকর্তা রবিউল হোসেন জানান,নিখোঁজের বিষয়ে মাইকিং সহ পটিয়া থানায় জিডি করা হয়েছে। আরফাত কে না পেয়ে তার মাতা পাগল প্রায়,বাড়ীতে যেন রজনী জ¦লে না।।আত্নীয় স্বজনের মধ্যে হারাম হয়েছে ঘুম। হেফজখানার শিক্ষক হারুন বলেন, আরফাত খুব শান্ত প্রকৃতির ছাত্র। ভাই-বোনেরা চেয়ে আছে কবে ফিরবে তাদের আদরের ভাই আরফাত। পটিয়া থানার ও সি জসিম উদ্দিন বলেন,নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরী হয়েছে,আমরা সাধ্যমত খোজঁ নিচ্ছি।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)