ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: গত ১৩ই মার্চ ২০২৪ তারিখ জারিকৃত 'প্রত্যয় স্কিম' সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবির বিষয়ে ২৪ জুনের মধ্যে সংস্কারের কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পূর্ব-ঘোষিত কর্মসূচি বহালের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৪ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
একইসাথে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্তভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়-
১. আগামী ২৫, ২৬ ও ২৭শে জুন ২০২৪ অর্ধদিবস (সকাল ০৮:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত) কর্মবিরতি পালিত হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। উল্লেখিত তারিখসমূহে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ দুপুর ১২:০০টা হইতে দুপুর ১:০০টা পর্যন্ত ০১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবেন;
২. ৩০শে জুন ২০২৪ পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে;
৩. ১লা জুলাই ২০২৪ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে (ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ থাকবে)।
এছাড়াও উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বিশ্ববিদ্যালয়সমূহের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করেছেন।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী...
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধা...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চ...
মন্তব্য ( ০)