ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেনা বেগম তনু। নারী হিসেবে তিনিই প্রথম বিএফআরআইয়ের মহাপরিচালক নিয়োগ পেলেন।
গত শনিবার (২২ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ সূত্রে আরও জানা যায়, মোহসেনা বেগম তনু মঙ্গলবার (২৫ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি অদ্যবধি বিএফআরআই-এর পরিচালক (গবেষণা ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মোহসেনা বেগম তনু বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
শিক্ষাজীবনে মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউটটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, মোহসেনা বেগম তনু দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ। তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশব্যাপী ব্যবহৃত হচ্ছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ অংশে শীতলক্ষ্যা নদী...
নিউজ ডেস্কঃ সারাদেশে জেঁকে বসেছে শীত। বাড়ছে কুয়াশা। রাজধা...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চ...
মন্তব্য ( ০)