• খেলাধুলা
  • লিড নিউজ

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল লক্ষ্য দিল শ্রীলঙ্কা

  • খেলাধুলা
  • লিড নিউজ
  • ০২ এপ্রিল, ২০২৪ ১১:৫৮:১৪

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে সফরকারীরা। এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে রান তাড়ার রেকর্ড গড়তে হবে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে জিততে হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১। তৃতীয় দিনে এক উইকেটে ১০০ রান তোলা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৭৮ রানে অলআউট হয়। চলমান সিরিজের তিন ইনিংসেই দুইশ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। অল্পে গুটিয়ে যাওয়ায় প্রথম ইনিংসেই বিশাল লিড পেয়ে যায় লঙ্কানরা।

ফলে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বোলাররা ভালো করলেও বিশাল লক্ষ্যই দাঁড় করাতে পেরেছে ধনঞ্জয়া ডি সিলভার দল। দ্বিতীয় ইনিংসে মাত্র তিনজন ল'ঙ্কান দুই অঙ্কের রান করতে পেরেছেন। অর্ধশতক হাঁকিয়ে সাকিব আল হাসানের শিকারে পরিণত হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৫ চারে ৫৬ রান করেন তিনি। নিশান মাদুশকা করেন ৩৪ রান। এছাড়া প্রবাথ জয়াসুরিয়া ২৮ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ১৫ ওভার বল করে ২ মেডেনসহ ৬৫ রানে ৪ উইকেট নেন। এছাড়া খালেদ আহমেদ দুটি ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন। উল্লেখ্য সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল।

মন্তব্য ( ০)





  • company_logo