• প্রশাসন

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রশাসন
  • ১১ মার্চ, ২০২৪ ১৬:৩৫:০৯

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের পরিচালনায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথিগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিএসবি'র ডিআইও ওয়ান মোঃ হারেচ আলী মিয়া, সদর থানার ওসি মোঃ লোকমান হোসেন'সহ অন্যান্যরা। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক আব্দুল গফুর ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী'সহ অভিভাবকগণ। 

মন্তব্য ( ০)





  • company_logo