• প্রশাসন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা

  • প্রশাসন
  • ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫৭:৩১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পুলিশ লাইন্সের আরআই মোঃ জহুরুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সর্ব স্তরের নাগরিকবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি কুড়িগ্রাম জেলায় সকল থানায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo