• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে এমপিকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:২২:৩১

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপিকে সংবর্ধনা ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে এমপিকে ফুল দিয়ে বরণ শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলম, এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবি্ুর রহমান আকন্দ হলুদ, আব্দুল হাই, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য আব্দুল জব্বার ভূঁইয়া,  সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo