• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে কষ্টি পাথরের যুগল মূর্তি উদ্ধার 

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৫ জানুয়ারী, ২০২৪ ১৯:৪৩:৩৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের কাউগাঁ এলাকায় মাটি কাটার সময় কষ্টি পাথরের তৈরি রাধাকৃষ্ণের সদৃশ্য যুগল মূর্তি  উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চুনিয়াপাড়া এলাকায় মাটি কেটে পুকুর ভরাট করার সময় পুরাকৃতি দুর্লভ মূর্তিটি শ্রমিকের নজরে আসে।

ভারতের পশ্চিমবঙ্গ কোলকাতার একজন বিশেজ্ঞের সাথে যোগাযোগ করে পাওয়া মতামতের ভিত্তিতে দিনাজপুরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ বিভেত্নানন্দ মহারাজ জানান, সম্ভবতঃ ১২০০ সালে পাল শাসনামল যুগের মূর্তিটি  উমা মহেশ্বর অথাৎ মহাদেব শিব স্ত্রী পার্বতীর যুগল মূর্তি হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি মাখানো মূর্তিটি পানি দিয়ে পরিষ্কারের পর রাধাকৃষ্ণের সদৃশ্য যুগল মূর্তি প্রতিয়মান হয়েছে। মূর্তির মূল বেদীর পাটাতন সখিসখা দাস দাসির মত আরো কিছু খোদাই করা মূর্তিতে আচ্ছাদিত রয়েছে। তবে কিছু কিছু অংশ ভাঙ্গা থাকায় সনাক্তে জটিলতা দেখা দিয়েছে।

কোতয়ালী থানার তদন্ত ইন্সপেক্টর মোতালেব হোসেন জানান, জেলা সদরের ৫ নং শশরা ইউনিয়নের সাহেবগঞ্জহাটের কাউগা রেলগেটের কাছে একটি পুকুর ভরাট করার সময়  বেরিয়ে আসা মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে বিকাল ৫টার দিকে মূর্তিটি জব্দ করেছেন।  তবে তাৎক্ষণিক  কোন দেবতার তা নিশ্চিত হতে পারেননি তারা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্হল পরিদর্শন করেছেন। 

মন্তব্য ( ০)





  • company_logo