• সমগ্র বাংলা

বন্যহাতির আক্রমণে আহত বদরুদ্দীন আর নেই

  • সমগ্র বাংলা
  • ২৫ জানুয়ারী, ২০২৪ ১৮:৫৫:০৪

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যুবরণ করেন বন্যহাতির আক্রমণে আহত বদরুদ্দীন (২৯)। তিনি বটতলী ইউনিয়নের নুরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। তাকে হরিয়ে পরিবার এখন  বাকরুদ্ধ। এলাকায় ও শোকের ছায়া নেমে আসে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ের পাদদেশে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইশতিয়াক ইমন বলেন,  হাতির হামলায় নিহত যুবকের মৃত্যুর খবর শুনেছি, বন বিভাগের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত  পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য,নিহত বদরুদ্দীন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় দেয়াং পাহাড়ে অবস্থানরত একটি বন্যহাতি এসে তাদের ওপর আক্রমণ করলে গুরুতর আহত হয়। ঐসময় অন্যরা হাতির আক্রমণ থেকে বাঁচতে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo