• প্রশাসন

মাদক, জুয়া আর মাস্তানীর বিষয়ে জিরো টলারেন্স: এমপি মকবুল হোসেন 

  • প্রশাসন
  • ২৫ জানুয়ারী, ২০২৪ ১৮:৪৬:৪২

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন বলেছেন, মাদক, জুয়া আর মাস্তানীর বিষয়ে সরকারের জিরো টলারেন্স। এগুলো প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। মোটরসাইকেল চুরি বেড়েছে। চাটমোহরে মোটরসাইকেল চোরের সেল্টার রয়েছে। বেড়েছে গরু চুরিও। এগুলো কন্ট্রোল করতে হবে। সবাইকে সচেতন হতে হবে৷ চাটমোহর পৌরসভা কিভাবে যানবাহনে চাঁদা তুলছে, কোন নির্দেশনা আছে কিনা, তা দেখতে হবে। এ ব্যাপারে ইউএনও এবং ওসি সাহেব দেখবেন। স্ব স্ব এলাকায় ইউপি চেয়ারম্যানরা আইন শৃঙ্খলা রক্ষায় সচেতন হবেন। মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। না থাকলে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ইউএনও। আমরা মানুষকে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। এজন্য আমি সবাইকে সচেতন হতে বলবো।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে পাবনার চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু। 

এসময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo